ইসলামাবাদ: বারেবারে করোনা থেকে মুখ ফেরাতে চেয়েছে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এরমধ্যে পাকিস্তানে সর্বাধিক হারে করোনা সংক্রমণ।
গত ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানে করোনার সংক্রমণের ৫৩৮৫ টি নতুন কেস পাওয়া গেছে, যা একদিনে সর্বোচ্চ। পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এখবর জানা গিয়েছে।
পাকিস্তানে সংক্রামিত মোট ১ লক্ষ ১৩ হাজার ৭০২ জন। এরমধ্যে মধ্যে পাঞ্জাবে ৪৩ হাজার ৪৬০ জন আক্রান্ত ও সিন্ধে ৪১ হাজার ৩০৩ জন আক্রান্ত হয়েছে। পাকিস্তানে করোনার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫৫-এ।