শ্রীনগর: ফের উত্তপ্ত হয়ে উঠল সীমান্ত। মঙ্গলবার সকালে বিনা প্ররোচনায় গুলি চালাল পাকিস্তান। টানা গুলি বর্ষণের পাশাপাশি মর্টার হামলাও চালায় পাকিস্তান।
কাশ্মীরে একই সঙ্গে পাকিস্তানি সেনা ও জঙ্গিদের মোকাবিলা করতে হয় ভারতীয় সেনার। ২৫ তারিখে সেনা জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয় কাশ্মীর। জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও।
সেনার গুলিতে খতম হয় দুই জঙ্গি। জানা গিয়েছে, সেনার গুলিতে লস্কর-এ-তইবা জঙ্গি সংগঠনের এক শীর্ষনেতা নিহত হয়েছে।