নাশকতার লক্ষ্যে কাশ্মীরে অস্ত্র পাচার পাকিস্তানের, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার তিন
কাশ্মীর: কাশ্মীরে ফের বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তান। সেই লক্ষ্যেই সীমান্ত টপকে নানান উপায় বিপুল পরিমাণ অস্ত্র ভূস্বর্গে পাঠাচ্ছে ইসলামাবাদ। সোমবার রাতে তল্লাশি চলাকালীন তিন সন্দেহভাজনকে হাতেনাতে পাকড়াও করে সেনা।
তাঁদের কাছ থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই অস্ত্র ভরতি ড্রোন উদ্ধার করেছিল সেনা। যা দেখে ওয়াকিবহাল মহলের দাবি, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের মদত দিতেই অস্ত্র সরবারহ করার চেষ্টা করছে প্রতিবেশী দেশটি।
করোনা আবহেও নাশকতায় ছক কষতে পিছপা হচ্ছে না পাকিস্তান। যেনতেন প্রকারে কাশ্মীরে অশান্তি বাঁধানোই যেন দেশটির একমাত্র লক্ষ্য। আর তাই নানান ভাবে অস্ত্র পাচারের চেষ্টা করছে ইসলামাবাদ। পাক মদতপুষ্ট তিন সন্দেহভাজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ভারতীয় সেনা।
সোমবার কুপওয়ারাতে তল্লাশি চলাকালীন ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল (AK-47), দুটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে।
এ বিষয়ে ভারতীয় সেনার এক কর্তা জানান, কাশ্মীর পুলিশের (Kashmir Police) সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালানোর সময় এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়। প্রসঙ্গত, রবিবার সন্ধেও সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সময় এক জঙ্গিকে (Terrorist) নিকেশ করে সেনা। তাদের কাছ থেকে পাকিস্তানি অস্ত্র উদ্ধার হয়েছিল।