পোষ্য টিয়া পাখি উড়ে যাওয়ায় পরিচারিকাকে পিটিয়ে হত্যা
পাকিস্তান: টিয়া পাখির খাঁচা পরিষ্কার করতে ব্যস্ত থাকা ছোট্ট মেয়েটির পাখির দিকে খেয়াল ছিল না। সেই অসাবধানতার জন্য পাখিটি উড়ে চলে যায়। সেই ভুলের মাশুল দিতে হল ছোট্ট মেয়েটিকে তার জীবন দিয়ে।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। এক দম্পতির বাড়িতে পরিচারিকার কাজ করতো জাহরা নামের ৮ বছরের একটি ছোটো মেয়ে। পাখির খাঁচা পরিষ্কার করতে গিয়ে বুঝতে পারেনি যে এমন ভুল হয়ে যাবে।
পোষ্য টিয়া পাখিটি উড়ে যাওয়ার কারণে মাথা ঠিক রাখতে পারিনি দম্পতি। বেধড়ক মারধর শুরু করে পরিচারিকা মেয়েটিকে।
একসময় মারতে মারতে অজ্ঞান হয়ে যায় জাহরা। তড়িঘড়ি তাকে বেগম আখতার রুকসানা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করাতে তাঁরা স্বীকার করেছে সব কথা। আপাতত ৬ জুন অব্দি তাঁদের পুলিশ হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।