Pankaj Tripathi Upcoming Flim
লড়াই ২৪ ডেস্ক: Oh My God! বলিউডে সমস্ত সফল ছবিগুলির মধ্যে একটি। ২০১২ সালে প্রকাশ পায় এই ছবিটি। হলিউডের বিখ্যাত ছবি ‘The Man Who Sued God’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল এই ছবিটি, যা মানুষের মনে সাড়া ফেলে ভীষণভাবে। এই ছবির প্রধান ভুমিকায় দেখা গিয়েছিল Paresh Rawal ও Akshay Kumar-কে। এই বছরের শুরুতে জানানো হয়েছিল আসতে চলেছে Oh My God! 2। দর্শকদের আশা ফের একবার সিনেমার পর্দায়। ফের দেখা যাবে পরেশ রাওয়াল ও অক্ষয় কুমারের যুগলবন্দী।
ফের লাইমলাইটে প্রধানমন্ত্রী, করোনা মোকাবিলা নিয়ে প্রশংসা শাহের
কিন্তু দর্শকের সব ইচ্ছা কিন্তু পূরণ হয় না। এমনটা ঘটেছে Oh My God 2-এর ক্ষেত্রেও। নতুন ছবিতে দেখা যাবে না দর্শকদের প্রিয় অভিনেতা Paresh Rawal-কে। বরং তার জায়গায় দেখা যাবে বলিউডের আর এক প্রতিভাবান অভিনেতা Pankaj Tripathi-কে। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই কথা বার্তা চলছিল পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে নির্মাতাদের। অবশেষে তিনি রাজি হয়ে গেছেন। চলতি বছরেই ইচ্ছা আছে শুটিং চালু করার। জানা গিয়েছে করোনা পরিস্থিতি খানিক শিথিল হলে এই বছরের সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে Oh My God! 2-এর শুটিং।
Pankaj Tripathi Upcoming Flim