youtube দেখে শিখেছিল টাইম বোমার কৌশল,  পাঁশকুড়া কাণ্ডে গ্রেফতার মূল চক্রি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

youtube দেখে শিখেছিল টাইম বোমার কৌশল,  পাঁশকুড়া কাণ্ডে গ্রেফতার মূল চক্রি

মেদিনীপুর: পাঁশকুড়া টাইমবোমা কাণ্ডে ৬ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ২৪ বছরে আসানুর আলীকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। অভিযুক্ত হায়দ্রাবাদের মার্বেল মিস্ত্রি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আজ তমলুক এসপি অফিসের পূর্ব মেদিনীপুর জেলার এসপি সুনীল কুমার যাদব সাংবাদিক সম্মেলন করে জানান, পাঁশকুড়া বোমা কাণ্ডে মূল অভিযুক্তকে ৬ ঘণ্টার মধ্যে পাঁশকুড়ার রামগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আগের ঘটনা : BREAKING: বিশ্বকর্মা পুজোর দিনে টাইম বোমাতঙ্ক, খবর গেল বোমস্কোয়াডে

অভিযুক্তের বাড়ি পাঁশকুড়া ঘোষপুর অঞ্চলের রামগড় গ্রামে। রজত গাঁতাইতে ইমারতি সামগ্রী ধার নিয়েছিল ওই অভিযুক্ত। ধার শোধ না করার কারণে বারবার চাপ সৃষ্টি করেছিল রজত। তাই ভয় দেখানোর জন্য ইউটিউব দেখে I.E.D বিস্ফোরক মতো বানিয়ে ফেলে। এরপর গতকাল সকালে দোকান ওই গোডাউনে ওই বিস্ফোরক রেখে চলে যায়। এরপর ফোনে হুমকি দেয় চার বার ফোন ও দু বার এসএমএস করে।

অভিযুক্তের কাছ থেকে ব্যবহার করা নতুন সিম’ নতুন মোবাইল এবং বিস্ফোরক তৈরি করার কিছু সামগ্রী উদ্ধার করা হয়। আজকে অভিযুক্তকে কোর্টে তোলা হবে পুলিশ হেফাজতের আবেদন করা হবে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment