রাজ্যসভা থেকে সাসপেন্ড আরও ৬ তৃণমূল সাংসদ
লড়াই ২৪ : অধিবেশন চলাকালীন রাজ্য সভা থেকে সাসপেন্ড আরও ছয় তৃণমূল সাংসদ। এদিন সাসপেন্ড হয়েছেন দোলা সেন, মৌসম বেনজির নূর, মহম্মদ নাদিমূল হক, শান্তা ছেত্রী সহ মোট ৬ সাংসদ। আজকের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে।
সূত্রের খবর, এদিন বিক্ষোভ প্রদর্শনের সময় তাদের বারবার চুপ করতে বলা হলেও, তারা বিক্ষোভ চালিয়ে যান। এরপরেই তাদের সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।
প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার জের, রাজ্যসভায় সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে। তাঁকে গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে।
উল্লেখ্য, Pegasus spyware কাণ্ডে উত্তাল সংসদের উভয়কক্ষ। পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয় বিরোধীরা।
parliament monsoon session