লড়াই ২৪ ডেস্ক: আইকোর সংক্রান্ত মামলায় ফের একবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব CBI-এর। সূত্রের খবর, আগামী ১৩ই সেপ্টেম্বর থেকে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Read more……………………আফগানিস্তান নিয়ে আলোচনায় জরুরি ভিত্তিতে মস্কো থেকে ভারতের এলো পুতিনের খাস আমলা
এর আগেও দুবার তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল CBI। কিন্তু তৎকালীন সময়ে বিধানসভা নির্বাচন নিয়ে তিনি ব্যস্ত থাকায় নির্দেশ এড়িয়ে গিয়েছিলেন। তবে এই বার তিনি হাজিরা দেবেন কিনা সেই সম্পর্কে এখনো কিছু জানাননি তৃণমূল নেতা।
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার দাবি, আইকোরের অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তৃণমূল মহাসচিব CGO কমপ্লেক্সে তলব করা হয়েছে বলে সূত্রের দাবি। আইকোর সংক্রান্ত মামলাতেই তাঁকে জিজ্ঞাসা করতে পারে CBI।