মেদিনীপুর: পিকআপভ্যানের ধাক্কায় মৃত্যু হল স্বপন ঘোড়াই (৪৮)নামের এক ব্যক্তির। তার বাড়ি পঁচেট ৪নং গ্ৰাম পঞ্চায়েতের কোডবাড় গ্ৰামে।বুধবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-বাজকুল রাজ্য সড়কের পটাশপুর ২ ব্লকের খড়ুই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে নিজের বাড়ি থেকে বেরিয়ে এগরা-বাজকুল রাজ্য সড়ক পারাপার করছিলেন ওই ব্যক্তি ঠিক সেই সময় হঠাৎই ময়না থেকে আসা এগরাগামী একটি দ্রুতগতির পিকআপভ্যান পথ চলতি ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে এবং পিকআপভ্যানটি এগরার দিকে দ্রুত গতিতে পালিয়ে যায়। তবে এই ঘটনার পর ওই ব্যক্তি ভারসাম্য হারিয়ে রাস্তার উপরে উল্টে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে এবং এগরা-বাজকুল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে পটাশপুর থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক গাড়িটিকে আটক করার আশ্বাস দিয়ে পথ অবরোধ তুলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠিয়েছে বলে জানা যাচ্ছে।তবে ওই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।