Petrol Diesel price hike
লড়াই ২৪ ডেস্ক: দামে নেই কোনো পরিবর্তন। কার্যত সাতদিন ধরেই অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম। গত সপ্তাহে দেশজোড়া সাড়া ফেলে কিছুটা নেমেছিল। তবে তারপর থেকেই একেবারে থাবা মেরে বসে আছে পেট্রোল ডিজেলের দাম। প্রশ্ন উঠছে, দাম কি তবে আর কমবে না?
আজ ভারতের চার মহানগরীতে পেট্রোল-ডিজেলের দাম:
কলকাতায় আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০১ টাকা ৮২ পয়সা। ডিজেলের দাম ৯২ টাকা ১২ পয়সা। দামে বদল নেই সাতদিন ধরে। দাম না কমায় পেট্রোল পাম্পের মালিকরা। ধুকছে সাধারণ মানুষ। কিছুদিন আগেই আবার চলছিল ট্যাঙ্কার অবরোধ। আজ আবার ২৪ ঘণ্টা ধর্মঘট চালাবে পেট্রোল পাম্পের মালিকরা।
অপরদিকে, রাজধানীতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০১ টাকা ৪৯ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৮৮ টাকা ৯২ পয়সা।
আরও পড়ুন……………ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত বিধায়কের ছেলে ও বউমা সহ ৭
ভারতের বাণিজ্য শহর মুম্বাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম দেশে বাকি মহানগরীগুলির তুলনায় যথেষ্ট বেশি। মুম্বাইয়ে আজ লিটার প্রতি পেট্রোলের দাম ১০৭ টাকা ৫২ পয়সা। অপরদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৯৬ টাকা ৪৮ পয়সা।
তবে মুম্বাই তুলনায় একেবারে উল্টো দিকে ছুটছে ধোসা-ইডলির শহর। আজ চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৯ টাকা ২০ পয়সা। ডিজেলের দাম ৯৩ টাকা ৫২ পয়সা।