হরিদ্বারে গঙ্গার ঘাটে লেগে গেল কড়া বিধিনিষেধ, প্রবেশের জন্য দিতে হবে পরীক্ষা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

 

লড়াই ২৪ ডেস্ক: এবার কড়া পদক্ষেপ করলো হরিদ্বারের গঙ্গা সভা। ঘাটে প্রবেশের জন্য দিতে হবে এক বিশেষ পরীক্ষা। অনেকেই গঙ্গার ঘাটে আসেন মদ্যপ অবস্থায়। আবার কেউ কেউ সাথে করে আনেন মাদক জাতিয় বস্তু। মূলত এইসব ঠেকাতে ও গঙ্গার ঘাটের পবিত্রতাকে রক্ষা করতে এক বিশেষ পরীক্ষার ব্যবস্থা করলো কতৃপক্ষ।

কী এই পরীক্ষা?

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

জানা গেছে গঙ্গার ঘাটে পুণ্যার্থী এবং পর্যটকদের জন্য রাখা হচ্ছে অ্যালকোমিটার। এই যন্ত্রের মাধ্যমে নিঃশ্বাস প্রশ্বাসের পরীক্ষা করা হবে। তখন কেউ মদ্যপ অবস্থায় থাকলে ধরা পড়ে যাবে। গঙ্গা সভা সিধান্ত নিয়েছে এই ভাবেই চালানো হবে পরীক্ষা। কারণ আগে একাধিক খারাপ কাজ এখানে হয়েছে। সেই জায়গা থেকেই শিক্ষা নিয়ে এই ব্যবস্থা।

Read more………………..তেলাপিয়া মাছ চাষ : স্বাধীন ব্যবসায় দারুণ লাভ

মাদকজনিত কী কী ঘটনা ঘটেছে?

গঙ্গাসভা সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগেও এখানে নেশার দ্রব্য নিয়ে এসে হইচই করা, গোলমাল করা, ফুর্তি করা, পার্টি, নাচ-গান করা হচ্ছিল। যার ফলে এক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছিল। হর-কি-পৌরি ঘাটে বহু অসামাজিক কাজ ঘটছিল। তাই এই সব বন্ধ করতেই এবার এই পদক্ষেপ।

এই বিষয়ে গঙ্গা সভার সাধারণ সম্পাদকের কী বক্তব্য?

গঙ্গা সভার সাধারণ সম্পাদক তন্ময় বশিস্ট জানিয়েছেন, “গঙ্গার ঘাটে অসামাজিক কার্যকলাপ ঘটছিল। পুলিশ ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। এবার থেকে এখানে নিরপত্তারক্ষি মোতায়েন করা থাকবে। যাতে এই সব অসামাজিক কার্যকলাপ না ঘটে। এমনকি এখানে প্রবেশের জন্য পরীক্ষা দিতে হবে আগে।”

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment