Prashant Kishor
লড়াই ২৪ ডেস্ক: পাঞ্জাব মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন প্রশান্ত কিশোর। বৃহস্পতিবার এই সিধান্তে উপনীত হন তিনি। পাঞ্জাব মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-কে চিঠি লিখে নিজের এই সিধান্তের কথা জানান পিকে। প্রশান্ত কিশোর লিখেছেন, ‘আপনি জানেন এই ভূমিকা থেকে আমি সাময়িকভাবে বিরতি নিতে চাইছি।’
গত ২রা মে বাংলার ভোটপর্বের সমাপ্তির পরই পিকে তাঁর টুইটার মাধ্যমে জানিয়েছিল যে, সে ভোটকুশলীর ভূমিকায় আর থাকতে চান না। তবে তাঁর এই সিধান্তকে রাজনৈতিক বিশেষজ্ঞরা কোনো ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ বলে চিহ্নিত করছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের মার্চ মাসে প্রশান্ত কিশোরকে নিজের উপদেষ্টা মহলের প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। প্রশান্ত কিশোর দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী একটি টুইট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি প্রশান্ত কিশোর মুখ্য উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছে। একসঙ্গে পাঞ্জাবের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করবো।’
২০১৭ সালে পাঞ্জাব বিধানসভা ভোটের সময় ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর সঙ্গে কাজ করেছিলেন পিকে। ১১৭টি আসনের মধ্যে ৭৭টি আসনে জয়লাভ করে কংগ্রেস। এদিকে ২০২২ সালে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন আর তার আগে সিধান্ত যে কতটা ইঙ্গিতপূর্ণ তা নিয়ে কোনো সন্দেহ নেই, এমনটাই দাবি ওয়াকিবহল মহলের।
Prashant Kishor