কালিয়াচক : ধারালো অস্ত্র সহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রের খবর ৩৪ নম্বর জাতীয় সড়কের পাগলা ব্রিজ এলাকা থেকে ধৃতদের ধরে ফেলে কালিয়াচক থানার পুলিশ।দুটি মোটরবাইক সহ ধৃতদের ধরে পুলিশ।
এদিন ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন,কামাল হোসেন,হানিফ শেখ,এমরাউল শেখ,সৈদুর রহমান। সকলে কালিয়াচক থানার অন্তর্গত বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের হেফাজত থেকে উদ্ধার করেছে পুলিশ হাসুয়া চাকু ভোজলি সহ বিভিন্ন ধারালো অস্ত্র।
পুলিশ জানিয়েছে, মোটর বাইকে করে পাগলা ব্রিজে এলাকায় জড়ো হয়েছিল তারা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাদের উদ্দেশ্য ছিল ছিনতাইয়ের। যদিও তার আগেই পুলিশ ধৃতদের ধরে ফেলে। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।