কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকান্ডে যোগ হল এক নয়া মোড়। এবার পুলিশের জালে ট্যাংরার বাসিন্দা ইন্দ্রজিৎ সাউ। জুন মাসের শেষে নর্থ সিটি কলেজে একটি ভ্যাক্সিনেশন ক্যাম্প করেছিল ভুয়ো IAS দেবাঞ্জন। সেই ক্যাম্পের মূল মাথা ছিল এই ইন্দ্রজিৎ। শুক্রবার রাতে তাকে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, দেবাঞ্জন দেবের সমস্ত বেআইনি কাজকারবার সম্পর্কে জ্ঞাত ছিল ইন্দ্রজিৎ। তাঁকে জেরা করে বেরিয়ে আসতে পারে অনেক গোপন তথ্য। যদিও ভুয়ো ভ্যাকসিনকান্ডের ব্যাপারে জানাজানি হতেই ইন্দ্রজিৎ জানিয়েছিলেন, তিনি নিজেও প্রতারিত। ভুয়ো নিয়োগপত্র ও কর্পোরেশনের ভুয়ো আইডি কার্ড দিয়ে তাঁকে কলকাতা কর্পোরেশনের হেড ক্লার্ক হিসেবে নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন…কেরালার হাইওয়ে ডাকাতি তদন্তে, সমন রাজ্য বিজেপি সভাপতির
আরও জানা গিয়েছে যে, নর্থ সিটি কলেজে একটি ভ্যাকসিন ক্যাম্প আয়োজনের জন্য কলেজের অধ্যক্ষ শীতল প্রসাদ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন ইন্দ্রজিৎ সাউ। পরে দেবাঞ্জনের সঙ্গেও অধ্যক্ষের দেখা করিয়ে দেন তিনি। অধ্যক্ষের সামনে নিজেকে কলকাতা পুরসভার যুগ্ম-কমিশনার হিসেবে পরিচয় দেয় দেবাঞ্জন, যার ফলে তার কথায় রাজি হয়ে গিয়ে জুনের ১৮ তারিখ ক্যাম্প আয়োজনের জন্য অনুমতি দেন অধ্যক্ষ। প্রায় ১০ জন ক্যাম্প থেকে টিকা নেন। বেশ কয়েকজনকে স্পুটনিক দেওয়া হয়। বাকিদের কোভিশিল্ড। কিন্তু পরে গোটা ক্যাম্পটিই ভুয়ো বেরোয়।
এই কান্ডে ইতিমধ্যে পুলিশ দেবাঞ্জনের খুড়তুতো দাদা, দেহরক্ষী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এবার গ্রেফতার হল আর এক সহযোগী ইন্দ্রজিৎ।