Kerala Highway Robbery Case
লড়াই ২৪ ডেস্ক: বিপাকে কেরালার বিজেপি সভাপতি কে সরেন্দ্রন। বিধানসভা ভোটের সময় ৩.৫০ কোটি টাকার হাইওয়েতে ডাকাতি মামলার তদন্তে তাঁকে সমন পাঠাল কেরালা পুলিশ। এর আগেই এই ঘটনার তদন্তে পুলিশি জেরার মুখে পড়েছিলেন ত্রিশূরের একাধিক বিজেপি নেতা, রাজ্য বিজেপি সম্পাদক এম গনেশন, কেরালা বিজেপি সভাপতি অফিসের আধিকারিরক দিপীন ও তার চালক লিপেশ।
কেরলের ত্রিশূর থেকে এর্নাকুলাম যাওয়ার পথে রাস্তায় গাড়ি থামিয়ে তাকে মারধর করে ২৫ লক্ষ টাকা ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন এস সমসির নামে এক ব্যাক্তি। বিধানসভা ভোট পড়বে গত ৭ই এপ্রিলের ঘটনা। লুট হওয়া অর্থ সম্পতি কেনাবেচার জন্য যাওয়া হচ্ছিল বলে তিনি জানিয়েছেন। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে লুট হওয়া অর্থের পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি। পরবর্তী সময়ে তদন্তে নাম আসে এ কে ধর্মরাজন নামে এক আরএসএস কর্মীর। নির্বাচনের কাজে ব্যবহার করার জন্যই ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়।
আরও পড়ুন….লেবার ইউনিয়নের তরফ থেকে বাড়ানো হতে পারে পিএফ এবং Earned Leave
এরপর তদন্তে নেমে পুলিশ ২১ জনকে গ্রেফতার করে। এরপর ত্রিশূরের আদালতে দ্বারস্থ হন আরএসএস কর্মী এ কে ধর্মরাজন। লুট হওয়া অর্থ যেন পুলিশ তাঁকে ফেরত দেয় এই দাবি করে আদালতে আর্জি জানান তিনি। যদিও পাল্টা হলফনামায় আদালতে পুলিশ জানান, ‘ওই অর্থ বিজেপির নির্বাচনী কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। মধ্য কেরালায় তা ব্যহার করত গেরুয়া শিবির। রাজ্য বিজেপি নেতারা পুরো বিষয়টিই গোপন রেখেছিলেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ জুলাই।’