নবনির্মিত বিদ্যালয় প্রাচীর ভেঙে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর দুই দলের মধ্যে
কাঁথি: নবনির্মিত বিদ্যালয় প্রাচীর ভেঙে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। রবিবার সকালে বিষয়টি নজরে আসে। খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উওেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুদ্ধ অভিভাবক থেকে দুলালপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাএছাএীরা এগরা কাঁথি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার পর তৃনমূল ও বিজেপি রাজনৈতিক দলের মধ্যে চাপানোতর তৈরি হয়েছে।
আন্দোলনকারী অভিভাবকেরা জানিয়েছেন প্রাথমিক স্কুলের পাশেই বিজেপি দলীয় পার্টি অফিস রয়েছে। মাঝে মধ্যে দলীয় বিভিন্ন কর্মসূচী পালিত হয়। বহু মানুষ ভীড় করেন। এর জেরে মাঝে মধ্যেই বিদ্যালয়ে পঠন পাঠনে সমস্যা হয়। তাই এলাকার বাসিন্দারা বহু বার বিজেপিকে তার অফিস সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে অনুরোধ করেছে।
কিন্তু ওরা শোনেনি। এখন পাঁচিল দিয়ে পুরো এলাকা ঘেরার উদ্যোগ নেওয়ায় বিজেপি তাদের দলের আশ্রিত দুষ্কৃতীদের নিয়ে এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ। আন্দোলনকারীদের আরও দাবী ওই পার্টি অফিস সরাতে হবে। স্কুলের পাঁচিল ভেঙেছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এগরা থানার বিশাল পুলিশ বাহিনী। তাদের দাবি না মানা হলে তারা আন্দোলন চলিয়ে যাবেন বলে অভিভাবক ও পড়ুয়ারা হুমকী দেয়। পরে পুলিশ সব পক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
কাঁথি সংগঠনীক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী বলেন বিজেপি এই সব নোংরা রাজনীতি করে না। এই সব তৃনমূল করছে। নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল ওদের মধ্যে। প্রশাসনকে জানিয়েছি ওনারা যা করার করবেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃনমূল থেকে দাবি করা হয়েছে বিজেপি কিছু আশ্রিত দৃস্কৃতিকারীরা এমন কাণ্ড ঘটিয়েছে। পুলিশ তদন্ত করলে প্রকৃত সত্য প্রকাশ পাবে।