পুজোর আগেই আংটি বদল সেরে নিলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী
কলকাতা: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক যুবকের করা কদর্য মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন এই গায়িকা। যথারীতি জানিয়েছিলেন প্রতিবাদও। এই সব ঘটনা আজকাল প্রায় চলতেই থাকে। তবে, আপাতত সেসব দূরে সরিয়ে সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সঙ্গে আংটি বদল সেরেই ফেললেন এই জাতীয় পুরস্কার জয়ী বঙ্গকন্যা।
সম্প্রতি জি বাংলার সারেগামাপা-র মঞ্চে ইমন চক্রবর্তীর উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ছে। গানের ছন্দের সঙ্গে সুরের মূর্ছনায় গায়িকাকে মাঝে মধ্যে কোমর দোলাতেও দেখা যাচ্ছে। রাঘব চট্টোপাধ্যায়, মনোময়, মিকা সিং, আকৃতি কক্কর এবং শ্রীকান্ত আচার্যদের সঙ্গে এবার সঙ্গীতের ওই মঞ্চে দেখা যাচ্ছে ইমন চক্রবর্তীকে।
বেশ কিছুদিন ধরেই ইমন চক্রবর্তীর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে, সেই জল্পনাকে সরিয়ে ইতিমধ্যেই বাগদান পর্ব সেরে ফেলেছেন এই গায়িকা। ইমনের এই আংটি বদলের খবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরা।