লকডাউন কাড়ল সংগীত জীবন, অর্থকষ্টে ফুটপাতে দুধ-পাউরুটির দোকান খুললেন জনপ্রিয় গায়িকা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লকডাউন কাড়ল সংগীত জীবন, অর্থকষ্টে ফুটপাতে দুধ-পাউরুটির দোকান খুললেন জনপ্রিয় গায়িকা

কলকাতা: পরিস্তিতি যে মানুষকে কোথায় এনে নামায় তা হয়ত নিলাসাকে না দেখলে বঝা জেত না।
এক সময় একের পর এক অনুষ্ঠানের প্রস্তাবে ভরে যেত তাঁদের রোজকারের রুটিন। লকডাউনে সেই চাহিদা একেবারেই পড়ে গিয়েছে নিলিশা বসাকের। মাত্র ২৮ বছর বয়সে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন কলকাতার এই সংগীতশিল্পী।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

কলকাতা সহ বিভিন্ন জেলায় জলসা, মেলা, পুজোর অনুষ্ঠান, সেমিনারের গান গাইতেন নিলিশা। বেশি পরিচিতিও লাভ করেছিলেন বছর ২৮এর এই সঙ্গীতশিল্পী।

লকডাউনে সেই চাহিদা একেবারেই মিশিয়ে গিয়েছে মাটিতে। করোনার প্রকোপে সমস্ত ছোট খাটো অনুষ্ঠানও বন্ধ হয়েছে। একের পর এক উৎসবের দিন গুলিও পেরিয়ে যাচ্ছে অন্যদিকে শিল্পীদের সংসারে পড়ছে আর্থিক টান। সেই টানেই নিলিশা রাস্তায় বিক্রি করতে বসলেন পাউরুটি, বিস্কুট, দুধ, কেক।

অর্থকষ্টে ব্যাঙ্কের সঞ্চয় কোনও রকমে চলছিল তাঁর পরিবার। হাতিবাগানের হরি ঘোষ স্ট্রিটের ট্রাম লাইনের পাশের ফুটপাতে সকাল ৬ টায় বসিয়ে ফেলেন দোকান। নামী সংগীতশিল্পী থেকে যে তাঁকে এই বিকল্প পেশায় নামতে তা ভাবেননি নিলিশা। পুরনো ছন্দে না ফেরা পর্যন্ত এভাবেই সংসার চালাবেন নিলিশা

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment