post office franchise scheme 2020
নয়াদিল্লি: এই মুহূর্তে পোস্ট অফিস তাঁদের নেটওয়ার্কটি দ্রুত সম্প্রসারণ করছে, যার সুবিধা নিতে পারেন আপনিও। যদি আপনি লাভজনক ব্যবসা কাজ করতে চান, তবে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে এই কাজ শুরু করতে পারেন।
এই ব্যবসাটি শুরু করতে আপনাকে কেবল মাত্র ৫০০০ টাকা ব্যয় করতে হবে। ৫ হাজার টাকা খরচ করে আপনি পোস্ট অফিসের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।
বর্তমানে দেশে প্রায় দেড় লক্ষ পোস্ট অফিস রয়েছে তবে এর পরেও দেশের সর্বত্র ডাকঘর পৌঁছতে পারেনি। পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজিগুলিকে সর্বত্র ছড়িয়ে দেয়। এতে পোস্ট অফিসের বিস্তার ঘটে।
এই ফ্রাঞ্চাইজি নিতে হলে আপনার বয়স হতে হবে কমপক্ষে ১৮। আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। একই সঙ্গে থাকতে হবে এইট পাশ সার্টিফিকেট।
(https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf) লিঙ্ক থেকে ফর্ম ডাউনলোড করে ফ্রাঞ্চাইজির জন্য আবেদন করতে হবে।
post office franchise scheme 2020