নয়াদিল্লিঃ দেশজুড়ে করণা সংক্রমণ মহামারির আকার ধারণ করেছে।এরই মধ্যে লোকসভা ও বিধানসভা নির্বাচনের জন্য প্রকাশ করা হলো নতুন পোস্টার।
পোস্টাল ব্যালটের বয়স সীমা কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আগের নিয়মে জানানো হয় শারীরিক ভাবে অক্ষম এবং যাদের বয়স ৮০ এবং তার উপরে তারা লোকসভা ও বিধানসভা নির্বাচনে পোস্টার ব্যালটে ভোট দিতে পারবেন,এবার নতুন আইনে তার পরিবর্তন ঘটিয়ে বয়স ৬৫ হলেই যে কেউ পোস্টার ব্যালাটের জন্য আবেদন করতে পারেন এই নিয়ম করা হয়।
এছাড়াও আইনের নতুন নিয়মে বলা হয় সন্দেহজনক করনার রোগী আক্রান্ত রোগীরাও পোস্টার-ব্যালাটের সুবিধা পাবেন।