তৃতীয় ফ্রন্টের জল্পনা ওড়ালেন রাষ্ট্রমঞ্চের সদস্যরা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ ডেস্ক: বিকাল ৪টে থেকে NCP প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বসবে রাষ্ট্রমঞ্চের বৈঠক। বিজেপি বিরোধী এই বৈঠক নিয়ে জল্পনা যখন যখন তুঙ্গে, তখনই পিছু হটে গেলেন রাষ্ট্রমঞ্চের সকল সদস্যেরা। বৈঠকের কয়েক ঘণ্টা আগেই তৃতীয় ফ্রন্টের জল্পনা ওড়ালেন শরদ পাওয়ার। তিনি জানিয়েছেন, ‘এটি কোনো তৃতীয় ফ্রন্টের বৈঠক নয়।’ একইসঙ্গে সদ্য তৃণমূলে যোগদানকারী নেতা যশবন্ত সিনহা টুইট মাধ্যমে জানিয়েছেন, ‘রাষ্ট্রমঞ্চের একটি বৈঠকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এর সঙ্গে মিশন ২০২৪-এর কোনো সম্পর্ক নেই।’ একই বক্তব্য শিবসেনার সঞ্জয় রাউথের। তিনি জানিয়েছেন, ‘আমি মনে করিনা এটি কোনো তৃতীয় ফ্রন্টের বৈঠক, বরং বিরোধীরা এক সঙ্গে প্রথম একটি বৈঠক বসছে।’ জানা গিয়েছে এদিনের বৈঠকে রাজনৈতিক মুখ ছাড়াও রয়েছেন একাধিক শিল্পপতি।

আরও পড়ুন….Narada Case: শুনানি থেকে অব্যাহিত চাইলেন বিচারপতি

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

অন্যদিকে বিস্ফোরক মন্তব্য পিকের। এদিন ভোটকুশলী প্রশান্ত কিশোরের দাবি, “কোনো তৃতীয় ফ্রন্ট বা চতুর্থ ফ্রন্ট বিজেপিকে আটকাতে পারবে না।”

অবশ্য এই তৃতীয় ফ্রন্টের জল্পনাকে কেন্দ্র করে তিনি আরও বলেন যে, শরদ পাওয়ারের সঙ্গে আমার বৈঠকের কোনো সম্পর্ক নেই। এর আগে তাঁর সাথে কাজ করার সুযোগ হয়নি। তাই একে অপরকে ভালো করে চেনার জন্য এই বৈঠক। রাজনীতির খুঁটিনাটি আলোচনা, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে কী করা উচিত, কী নয়, তা নিয়ে আলোচনা ঠিকই কিন্তু এর সঙ্গে তৃতীয় ফ্রন্টের কোনো সম্পর্ক নেই।

প্রসঙ্গত, সোমবার দ্বিতীয়বার NCP-এর প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন পিকে। তারপরই ডাকা হয় অকংগ্রেসী বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক। মনে করা হচ্ছিল এই বৈঠকের পরিকল্পনার পিছনে পিকেই রয়েছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment