Ram Nath Kovind
লড়াই ২৪ ডেস্ক: অন্যতম ভিভিআইপি বিমান ছেড়ে ট্রেনের সফরেই যেতে চান নিজের জন্মভিটেতে। তাঁর এই সফরের জন্য ভারতীয় রেলের তরফ থেকে আয়োজন করা হয়েছে এক বিশেষ ট্রেনের। সূত্র অনুসারে খবর, একটি আস্ত স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করেছে রেল। এপিজে আব্দুল কালামের পর ইনিই প্রথম রাষ্ট্রপতি যিনি ট্রেনে সফর করবেন। আর তাঁর ট্রেন সফর মিলে বেশ সাজো সাজো রব ভারতীয় রেলে।
আরও পড়ুন….পাঁচ জেলায় ভারী বর্ষণের সম্ভবনা, হাওয়া দফতর
রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর জন্মভিটের উদ্দেশ্যে এটিই তাঁর প্রথম সফর। উত্তরপ্রদেশের কানপুর দেহাতের পরাউঙ্খ গ্রাম। এখানেই কেটেছে তাঁর শৈশব। সেখান থেকেই এখন বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশের প্রথম নাগরিক হয়েছেন তিনি। আগামী ২৫-এ জুন দিল্লির সফারগঞ্জ স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আগামী ২৮-এ জুন কানপুর থেকে লখনউ যাবেন সেটাও ট্রেনে যাবেন তিনি। পরদিন বিমানে ফিরবেন নয়াদিল্লি।
রেল সুত্রে খবর, অনেকদিন আগেই নিজের বাড়ি যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কিন্তু অতিমারি পরিস্থিতির কারণে যেতে পারেনি তিনি। এখন পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় জন্মভিটে ঘুরে আসার চিন্তা করলেন তিনি, দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদও রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর ট্রেনে করে নিজের জন্মভিটে গিয়েছিলেন। তবে তখন অবশ্য বিমান যাত্রা এখনকার মতো সহজলভ্য ছিল না।
Ram Nath Kovind