লড়াই ২৪; ১৪ বছর পর বাড়তে চলছে দেশলাইয়ের দাম। দেশলাইয়ের একটি বাক্সের দাম এক টাকা এর পরিবর্তে দুই টাকা দামের বিক্রি হবে। ২০০৭ সালে অর্থাৎ ১৪ বছর আগে দাম বেড়েছিল দেশলাইয়ের। ৫০ পয়সা থেকে দাম বেড়ে দাঁড়িয়েছিল ১ টাকাতে।
পাঁচটি বড় দেশ্লাই প্রস্তুতকারী সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ডিসেম্বর মাস থেকে নয়া দাম কার্যকর হতে চলেছে। দেশলাই প্রস্তুতকারী সংস্থাগুলির বক্তব্য, দেশলাই তৈরি করতে জিম মূল ১৪ টি কাঁচামাল লাগে তার অধিকাংশেরই দাম বেড়েছে। রেড ফসফরাস এর দাম ৪২৫ টাকা থেকে বেড়ে ৮১০ টাকা , মোমের দাম ৫৮ টাকা থেকে বেড়ে ৮০ টাকা । শুধু তাই নয় অন্যান্য জিনিস যেমন বাক্স তৈরি কাগজ, পটাশিয়াম ক্লোরেট সালফার , স্প্লিন্ট ইত্যাদির দাম বেড়েছে গত ১০ অক্টোবরের পর থেকে।
অন্যদিকে তেলের দাম , পরিবহন খরচ ইত্যাদি বেড়ে যাওয়ায় দেশলাইয়ের দাম বাড়ানো হচ্ছে বলে জানা যাচ্ছে। ন্যাশনাল স্মল ম্যাচবক্স ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ভিএস সেতুরথিনম জানিয়েছেন যে , বর্তমানে ৬০০ দেশলাই বাক্স বিক্রি করা হয় ২৭০ থেকে ৩০০ টাকায়। ওই দাম ৬০ শতাংশ বেড়ে হচ্ছে ৪৩০ থেকে ৪৮০ টাকা। তাছাড়া রয়েছে ১২ শতাংশ জিএসটি আর তার সঙ্গে পরিবহন খরচা।