দেশে এবার বেসরকারি সংস্থাও বানাতে পারবে রকেট-উপগ্রহ: ইসরো প্রধান
নয়াদিল্লি: দেশে মহাকাশ গবেষণা নিয়ে বড়সড় বদল ঘটাল কেন্দ্র। এবার থেকে বেসরকারি সংস্থাও বানাতে পারবে রকেট-উপগ্রহ। জানালেন কে শিবন।
এমনকি অন্য সংস্থার তৈরি রকেট উৎক্ষেপনেও সাহায্য করতে পারবে বেসরকারি সংস্থা গুলি। এমনটাই জানাল দেশের সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর প্রধান কে শিবন।
উল্লেখ্য, বৃহস্পতিবার কে শিবন অনলাইন সাংবাদিক বৈঠকে জানান, আগামী দিনে মহাকাশ গবেষণায় তাঁদের সংস্থার ভূমিকা কোনো অংশেই কমবে না।
প্রসঙ্গত, বেসরকারি সংস্থাকে রকেট ও উপগ্রহ তৈরির অনুমতি দেওয়ার জন্য একটি সংস্থাও তৈরি করা হচ্ছে বলেও তিনি জানান। যার নাম ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন এন্ড অথরাইজেশন সেন্টার।