লড়াই ২৪ ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে জেলবন্দি হল এক অধ্যাপক।
চলতি বছরের গত মার্চ মাসে ফেসবুকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন শাহয়ার আলি। শাহয়ার উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এসআরকে কলেজের ইতিহাস বিভাগের প্রধান। এরপর অধ্যাপকের বিরুদ্ধে থানায় দায়ের করা হয় অভিযোগ।
আরও পড়ুন………….পেগাসাস প্রসঙ্গে বিস্ফোরক সায়নী, “মোদী জাসুস”
এই ঘটনায় ইতিমধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করে অধ্যাপক। পাশাপাশি আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি জানান। তবে তার এই আর্জি নাকচ করে দেয় অতিরিক্ত সেশন জাজ অনুরাগ কুমার। অভিযুক্তকে মঙ্গলবার জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।