রতুয়া: বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জমা জলের সমস্যায় ভুগছে রতুয়া ২ ব্লকের আরাইডাঙ্গা অঞ্চলের মানুষ। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয় না জানিয়ে ক্ষুব্ধ হয়ে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে আড়াইডাঙ্গা অঞ্চলের সিমলা স্ট্যান্ডে অবরোধ করে এলাকাবাসী। অবরোধের ফলে যান চলাচলে স্তব্ধ হয়ে যায় মালদা বাহারাল রাজ্য সড়কে।
এলাকাবাসীর অভিযোগ, নিকাশি না থাকার কারণে আড়াই ডাঙ্গা অঞ্চলের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। টানা কয়েকদিন বৃষ্টির কারণে জল যন্ত্রণায় ভুগছে এলাকার মানুষ। ব্লক প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করছে না। তাই তারা এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়।
এদিকে অবরোধের খবর পেয়ে ছুটে আসে পুকুরিয়া থানার পুলিশ ও রতুয়া ২ ব্লক প্রশাসনের কর্তারা। বিডিও সোমনাথ মান্না আশ্বাস দেয় জল নিকাশির। তারপর অবরোধ উঠে যায়।