মালদা: ছমাস ধরে বৃষ্টির জলে ঘরবন্দি। পুরসভা, প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা না হওয়ায় রাস্তায় নামলেন বৃষ্টির জলে বানভাসী হওয়া মানুষেরা। মঙ্গলবার সকালে প্রায় আড়াই ঘন্টা ধরে চলে জাতীয় সড়ক অবরোধ। ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার শহরের মালঞ্চ পল্লী এলাকায়। মহাকুমা শাসক(সদর) সুরেশ চন্দ্র রানোর হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়ক।
ইংরেজ বাজার শহরের ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী, কৃষ্ণ পল্লী, নেতাজি কলোনী, বড় শাকো, গোদরাইল, ২৯ নম্বর ওয়ার্ডের বাপুজি কলোনীর হাজার খানেক পরিবার দীর্ঘ মাস ধরে বৃষ্টির জলে ঘর বন্দি হয়ে রয়েছেন। জমা জলে চলাফেরা করায় চর্মরোগ দেখা দিচ্ছে। গামবুট পরে যাতায়াত করছেন স্থানীয়রা। পুরসভা, প্রশাসনকে বহুবার জানানো হয়েছে বলে দাবি স্থানীয়দের।
এদিন সকাল সাড়ে নটা থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়েন মহিলারা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে অবরোধ। প্রথমে পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন। তবে নিজেদের দাবিতে অনড় থাকেন বিক্ষোভকারীরা। মহাকুমা শাসক গিয়ে আশ্বস্ত করলে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। মিছিল করে গিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীরা। প্রশাসন জানিয়েছে,পাম্প দিয়ে জল বের করা হবে। তারপরে নিকাশি সংস্কারে জোর দেওয়া হবে।