তমলুক: কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি বিলের বিরুদ্ধে আজ সারা ভারত জুড়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছে কৃষক সংগঠন। তারই সমর্থনে আজ তমলুকের নিমতৌড়িতে দুই শতাধিক কৃষক মিছিল সংঘটিত করে বিক্ষোভ দেখায়। পরে তারা ন্যাশনাল হাইওয়ের ওপর দীর্ঘক্ষন অবরোধ করে প্রতিবাদ জানায়।
২৫০ টি কৃষক সংগঠনসহ এসইউসিআই( কমিউনিস্ট) দলের কৃষক সংগঠন অল ইন্ডিয়া কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। নেতৃত্ব দেন কৃষক আন্দোলনের নেতা বিবেকানন্দ রায়, প্রবীর প্রধান,জামসেদ খান,শিশির বেরা প্রমূখ।
নিমতৌড়ী হাইরোডে প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলে। এ আই কে এ কে এম এস এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক জগদীশ সাউ বলেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকার অতিমারীর মধ্যে যে কৃষি বিল নিয়ে এসেছে তাতে কৃষকদের ভূমিদাসে পরিণত করতে চাইছে। সরকারি কোনো দায়বদ্ধতা আর থাকবেনা। অত্যাবশ্যকীয় পণ্যগুলিকে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে এবং কৃষক সাধারণ মানুষের সর্বোপরি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তাই এই কৃষি বিল অবিলম্বে প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।