উৎসবের মরশুমে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের, কনটেনমেন্ট জোনে হবে না পুজো
কলকাতা:বাঙালিদের সেরা উৎসব দুর্গাপুজা। আর সেই পুজোকে কেন্দ্র করে কতই না প্রস্তুতি, সাজগোজ। টানা এক বছর পর ফের মায়ের বাড়িতে ফেরেন মা উমা। মা কে স্বাগত জানানোর কোনও সুযোগই ছাড়তে চান না সন্তানরা। কিন্তু, করোনার মধ্যে ইচ্ছে থাকলে সেভাবে মা কে স্বাগত জানানোর উপায় নেই। তবে, তা বলে তো আর করোনাকে থোড়াই কেয়ার করা চলে না। তাই করোনাতঙ্কের মধ্যেই কীভাবে উৎসব পালন হবে তা নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করল কেন্দ্র সরকার।
মঙ্গলবার জারি করা নির্দেশিকায় কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, মুখে মাস্ক না থাকলে মণ্ডপে ঢুকতে দেওয়া হবে না কাউকে। এছাড়া, মণ্ডপে ঢোকার আগে তাপমাত্রা পরীক্ষা করা বাধ্যতামূলক। সেই সময় যদি কারোর উপসর্গ ধরা পড়ে, তাহলে তাঁকে মণ্ডপে ঢুকতে দেওয়া হবে ন। আবার কনটেনমেন্ট জোনে তো উৎসবই পালন করা চলবে না। সেখানকার বাসিন্দারা অন্য এলাকার পুজোতে অংশ নিতেও পারবেন না।
আর কী কী বলা হল নির্দেশিকায় জেনে নিন
১। কনটেনমেন্ট জোনে কোনও অনুষ্ঠান হবে না। শুধুমাত্র কনটেনমেন্ট জোনের বাইরে উৎসব পালন করা যাবে। যাঁরা কনটেনমেন্ট জোনের কাছে থাকেন, তাঁদের বাড়িতেই উৎসব পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
২।৬৫ বয়সের উর্ধ্বে প্রবীণ, কোমর্বিডিটি থাকা মানুষ, অন্ত্বঃস্বত্ত্বা মহিলা এবং ১০ বছরের কম শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
৩।মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
৪।থুতু ফেলার উপর নিষেধাজ্ঞা জারি থাকছে।
৫।পুজোর সময় মেলার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, তা অবশ্যই বিধিনিষেধ মেনে। আগে থেকেই পরিকল্পনা করতে হবে।
৬।সামাজিক দূরত্বের বিধি মেনে চলার জন্য ৭।অনুষ্ঠানের জায়গায় ফাঁকা জায়গা রাখতে হবে। মানুষের দাঁড়ানোর জায়গা চিহ্নিত করতে হবে।
অনুষ্ঠানের জায়গায় ঢোকা ও বেরনোর একাধিক গেট থাকতে হবে। প্রবেশের পথে বাধ্যতামূলকভাবে থার্মাল স্ক্রিনিং করতে হবে। রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার।
৮। যে কর্মী বা দর্শকদের উপসর্গ থাকবে না, তাঁদেরই শুধু অনুষ্ঠান স্থলের (অবশ্যই পুজো মণ্ডপ) ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে।