মিড-ডে মিলে পাওয়া যাবে ডাল, হ্যান্ড সানিটাইজারও

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

মিড-ডে মিলে পাওয়া যাবে ডাল, হ্যান্ড সানিটাইজারও

কলকাতা: চতুর্থ দফার খাদ্য সামগ্রী বণ্টনে এবার স্কুল পড়ুয়াদেরও মিলবে ডাল, হ্যান্ড সানিটাইজার, মাস্ক । মিড-ডে মিল অধিকরণ বিভাগ থেকে এক বিজ্ঞপিতে এই কথা বলা হয়েছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আগে শুধু চাল পাওয়া গেলেও পাওয়া যাবে ২৫০ গ্রাম ডাল, ৫০ এম এল হ্যান্ড সানিটাইজার ও মাস্ক ।
পড়ুয়াদের পুষ্টির কথা ভেবে সোয়াবিন দেওয়ার কথা উঠলেও আইসিডিএস সেন্টারের কথা ভেবে ডাল দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

জুলাই মাসে প্রথম সপ্তাহেই দেওয়া হবে এগুলি। উল্লেখ্য বিজেপি টিচার্স সেল ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি পুষ্টির কথা ভেবে মিড -ডে মিলের সঙ্গে ডাল, তেল,সব্জি, ডিম দেওয়ার আবেদন করেছিল।

প্রসঙ্গত আইসিডিএস স্কুল গুলিতে এগুলি আগেই দেওয়া হয়েছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment