পুরীর রথযাত্রার রয়েছে চমকপ্রদ ইতিহাস! আগে জানতেন?

Loading

পুরীর রথযাত্রার রয়েছে চমকপ্রদ ইতিহাস! আগে জানতেন?

Puri rathyatra history: জুলাই মাসে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হিন্দু ধর্মের মানুষদের অন্যতম প্রধান ধর্মকৃত্য। রথোৎসবকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন স্থানে নানা আনন্দঘন অনুষ্ঠান এবং মেলা হয়ে থাকে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তবে পুরীর রথোৎসব বাস্তবিকই আকর্ষণীয়। এই রথ যাত্রার অপর নাম শ্রী গুন্ডিচা যাত্রা বা ঘোষ যাত্রা। আষাঢ়ের শুক্ল দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত নয় দিনের এই যাত্রা বিশ্ব প্রসিদ্ধ। প্রতিবছর রথ নতুনভাবে তৈরি করা হয়। ভগবান জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার মধ্যে গুন্ডিচা যাত্রা প্রধান। গুন্ডিচা মন্দিরেই বিশ্বকর্মা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার কাষ্ঠ নির্মিত প্রতিমা তৈরি করেন।

স্কন্দপুরাণে রথযাত্রা সম্বন্ধে খুব সুন্দর আলোচনা আছে। ভগবান শ্রীকৃষ্ণ জরা ব্যাধের শরাঘাতে দেহত্যাগ করেন । তার শব দেহ সেই বৃক্ষমূলে পতিত থাকে। পরে সেই দেহাস্থি রাজা ইন্দ্রদ্যুম্নের হস্তগত হলে তিনি তাতে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের জন্য বিশ্বকর্মা কে নিযুক্ত করেন। বিশ্বকর্মা রাজাকে একটি শর্ত দেন যে, মূর্তি নির্মাণকালে যদি কেউ তা দর্শন করে তাহলে তিনি আর মূর্তি তৈরি করবেন না।

রথের বিভিন্ন অংশ। রথ নির্মাতাকে বলে রথকর। রথচালককে বলে রথযুক । রথের চাকা কে বলে রথাঙ্গ। রথস্থ যোদ্ধাকে বলে রথিক। শরীর রক্ষার জন্য রথের মধ্যে গুপ্তস্থান কে বলে রথ গুপ্তি। রথের চাকা কে বলে রথচরন। পুরীতে যে রথযাত্রা উৎসব হয় তাতে থাকে তিনটি রথ। একটি জগন্নাথ, একটি বলরাম এবং আরেকটি সুভদ্রা।

জগন্নাথের রথের নাম নন্দিঘোষ। রথের সারথির নাম দারুকা। এই রথের উচ্চতা ৪৪ ফুট ২ ইঞ্চি। রথে থাকে ১৬ টি চাকা। চাকার পরিধি ৬ ফুট ৬ ইঞ্চি। ঘোড়ার রং সাদা। চারটি ঘোড়ার নাম শঙ্খ, বলাহক, শ্বেতা এবং হরিদশ্ব। বলরামের রথ থাকে সবার আগে। মাঝে থাকে সুভদ্রার রথ। সবশেষে থাকে জগন্নাথের রথ।সুভদ্রার রথের নাম দেবদলন। রথের উচ্চতা ৪৩ ফুট ৩ ইঞ্চি। এতে থাকে বারোটি চাকা চাকার পরিধি ৬ ফুট ৮ ইঞ্চি। এতে থাকে রথের রং কালো এবং লাল। রথের ঘোড়া লাল রঙের চারটি ঘোড়ার নাম রোচিকা, মোচিকা, জিতা এবং অপরাজিতা।

সুভদ্রার সারথির নাম অর্জুন। বলভদ্রের রথের নাম তালধ্বজ। উচ্চতা ৪৩ ফুট ৩ ইঞ্চি। চাকা ১৪টি। পরিধি ৬ ফুট ৬ ইঞ্চি। ঘোড়া কালো রঙের। চারটি ঘোড়ার নাম ত্রিব্রা, ঘোরা। দীর্ঘশর্মা এবং স্বর্ণাভা।

Author

Share Please

Make your comment