কলকাতা: ফের পরীক্ষা বিভ্রাট রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। বুধবার দূরশিক্ষার এমএ চতুর্থ সেমেস্টারের পরীক্ষার প্রথম দিনই হোঁচট খেতে হল কর্তৃপক্ষকে। এদিন পরীক্ষা শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে বিকল হয়ে যায় পরীক্ষার পোর্টাল। যার জেরে পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করে কর্তৃপক্ষ।
যার ফলে বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে ফের পরীক্ষা শুরু হয়। এদিকে, পরীক্ষা বিভ্রাটে চূড়ান্ত উৎকণ্ঠা ও হয়রানির শিকার হতে হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কয়েক হাজার ছাত্রছাত্রীকে।
করোনা পরিস্থিতির কারণে ইউজিসির নির্দেশ অনুসারে অনলাইন পরীক্ষার ব্যবস্থা করেছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। গত সোমবার রবীন্দ্রভারতীর ফাইনাল সেমেস্টারের সাধারণ ছাত্রছাত্রীদের অনলাইন পরীক্ষার দিনও সার্ভার বিকল হয়ে গিয়েছিল।
যার জেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও হতাশা উগড়ে দেন বহু পড়ুয়া। ওই দিন চাপে পড়ে সারাদিন ধরে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণার মাধ্যমে কোনও রকমে ছাত্রছাত্রীদের রোষ সামাল দেওয়ার প্রচেষ্টা দেখা গিয়েছিল কর্তৃপক্ষের মধ্যে।
পাশাপাশি ওই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পরীক্ষাগুলি সুষ্ঠুভাবে পরিচালনার আশ্বাস দিয়েছিল তারা। যদিও বিশ্ববিদ্যালয়ের সারাদিন ধরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঘিরেও উঠে গিয়েছিল প্রশ্ন।
এর মধ্যে বুধবার দূরশিক্ষা শাখার (DDE) এমএ চতুর্থ সেমেস্টারের প্রথম পরীক্ষার দিনই ফের সার্ভারের সমস্যা দেখা দিল। এই ঘটনা রবীন্দ্রভারতী কর্তৃপক্ষের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল।
বিশেষত, গত দিনের ব্যর্থতার পরও এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন একটিই মাত্র পরীক্ষা সংক্রান্ত পোর্টালের উপর ভরসা রাখল বা প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা কেন করল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। আগামী দিনে যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করার উপরেও বিশেষ জোর দিয়েছেন তাঁরা।
যদিও উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেছেন, ‘পরীক্ষা ঘিরে আজ কোনও বড় সমস্যা হয়নি। রাজ্যজুড়ে প্রায় ৫ হাজার পরীক্ষার্থী একসঙ্গে পরীক্ষা দিতে চাইছিলেন। তাই পোর্টালে কিছুক্ষণ যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তবে কিছুক্ষণের মধ্যে সেই ত্রুটি মিটিয়ে ফেলা হয়েছে।