কাঁপবে চিন-পাকিস্তান, সোমবারই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে যুদ্ধবিমান রাফাল

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

নতুন দিল্লি: সম্প্রতি লাদাখে হওয়া চিনা আগ্রাসনের ফলে ভারত নিজেকে সজ্জিত করছে নানা সমরাস্ত্রে। সোমবার ফ্রান্সের মেরিনি্য়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিল পাঁচটি রাফাল ফাইটার জেট, বুধবারই তা পৌঁছে যাবে ভারতীয় বায়ুসেনার হাতে।

২৯ জুলাই পৌঁছাবে হরিয়ানার বায়ু সেনা ঘাঁটিতে এবং সেখানে গোল্ডেন অ্যারো ১৭ নম্বর স্কোয়াড্রন এর অন্তর্ভুক্ত করা হবে পাঁচটি রাফালকে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বায়ুসেনার সূত্রে খবর ফ্রান্স থেকে যে পাঁচটি রাফাল আসতে চলেছে ভারতে তা নিয়ে আসবে ভারতীয় পাইলটরাই।ওই পাঁচটি রাফাল থেকে মেটিওর ও স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র ছোঁড়া যাবে। এবং এই যুদ্ধ বিমান করানোর জন্য ফ্রান্স থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভারতের ১২ জন পাইলটকে। এছাড়াও যুদ্ধবিমান ওড়ানোর পদ্ধতি ও মাঝ আকাশে জ্বালানি ভরার প্রক্রিয়া শেখার জন্য আরো ৩৬ জন বায়ুসেনা পাইলট যাবেন ফ্রান্সে প্রশিক্ষণ নিতে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment