হাথরস যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকাল পুলিশ, গ্রেফতার রাহুল গান্ধী
লখনৌ: হাথরসে মৃতা নির্যাতিতার বাড়ি কংগ্রেসের প্রতিনিধি দলকে যেতে দিল না পুলিশ। হাথরস থেকে প্রায় ১৪২ কিমি দূরে তাঁদের গাড়ি আটকানো হয় বলে দাবি।
সেখান থেকে হেঁটেই হাথরসের দিকে রওনা দেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের নেতারা। অভিযোগ দলকে আটকাতে রাহুল গান্ধীর ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে রাহুল গান্ধীকে।
জানা গিয়েছে, সংবাদমাধ্যমের সামনে রাহুল গান্ধী পুলিশদের জিজ্ঞাসা করেন, তাঁকে গ্রেফতার করা হল কেন? পুলিশ সে প্রশ্নে মুখে কুলুপ এঁটেছে। মেলেনি সদুত্তর।
এদিকে হাথরসের ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়েছে যোগীরাজ্যের প্রশাসন। ঘটনায় ইতিমধ্যেই সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। অপরাধীদের শাস্তি চাইছে দেশ।