আজ উত্তর দিনাজপুরে সভা রাহুলের, ফের আসবেন শেষ দুই দফায়

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতাঃ রাজ্যে ক্রমাগত সভা করতে দিল্লি থেকে উড়ে আসছেন নরেন্দ্র মোদির ও অমিত শাহেরা। এবার রাজ্যে সভা করতে আসছেন কংগ্রেস প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। পঞ্চম দফা ভোটের আগে আজ অর্থাৎ বুধবার কংগ্রেসের হয়ে প্রচার করতে উত্তরবঙ্গে আসছেন তিনি। কংগ্রেস সূত্রে খবর, রাজ্যে এখনও ৪ টি সভা করতে পারেন তিনি।

আজ সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগরার পথে বেরিয়ে পরেন তিনি। এবং বাগডোগরা থেকে সোজা হেলিকপ্টারে পৌঁছাবেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। সেখানে জেলার বিভিন্ন আসনের সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে ভাষণ দেবেন তিনি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সভা শেষ করে  রাহুলের যাওয়ার কথা মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে । সেখানে ওই আসনের বিদায়ী বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার এবং ফাঁসিদেওয়ার বিদায়ী বিধায়ক তথা প্রার্থী সুনীল তিরকের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।জোড়া সভা শেষ করে সন্ধ্যাতেই রাহুলের দিল্লি ফিরে যাওয়ার কথা।

রাজ্য কংগ্রেস সূত্রে খবর , তিনি রাজ্যের সপ্তম দফার ভোটপ্রচারে মালদহ ও মুর্শিদাবাদ জেলায় জনসভা করতে আসতে পারেন।  যেহেতু মালদহ ও মুর্শিদাবাদ জেলায় সপ্তম ও অষ্টম দফায় আলাদা আলাদা দিনে ভোট হবে।এছাড়াও এখনে কংগ্রেসের যথেষ্ট শক্তি রয়েছে, তাই রাজ্যে কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রাক্তন সভাপতি যেন প্রচারের জন্য দু’দিন সময় দেন। সূত্রের খবর, এ বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। ফলে সপ্তম ও অষ্টম দফায় মোট চারটি সভা করতে ফের বাংলায় আসতে পারেন রাহুল।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment