RRB পরীক্ষার তারিখ ঘোষণা করল রেল, ১ লক্ষ ৪০ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ
কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড-এর পরীক্ষার তারিখ ঘোষণা করল ভারতীয় রেল। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কম্পিউটার ভিত্তিক প্রথম ধাপের পরীক্ষা। রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব শনিবার এই কথা জানিয়েছেন। এই পরীক্ষার মাধ্যমে মোট ১ লক্ষ ৪০ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ করা হবে।
রেল বোর্ডের চেয়ারম্যান বলেছেন, ‘তিনটি ক্যাটেগরির পদের জন্য কম্পিউটার ভিত্তিক প্রথম পর্বের পরীক্ষা (CBT) আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে।
করোনার কারণে অন্যান্য একাধিক পরীক্ষার মতোই RRB পরীক্ষা থমকে গিয়েছিল। বিভিন্ন মহলের আপত্তি সত্ত্বেও NEET (UG) এবং JEE (মেইন) ২০২০ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। এই দুই প্রতিযোগিতামূলক পরীক্ষা ইস্যুতে কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারকে।
এমন সময়ে রেল মন্ত্রকের তরফে কর্মী নিয়োগের পরীক্ষা শুরুর তারিখের কথা ঘোষণা করা হল।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনার কারণে বহু পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। কিন্তু এখন JEE এবং NEET-এর জন্য পরীক্ষা আয়োজনের উদাহরন আমাদের সামনে আছে।
আর যার ফলে রেলের স্থগিত পরীক্ষা প্রক্রিয়া ফের শুরু করা যায় বলে মনে করা হয়েছে।’ গত বছর করোনা মহামারী শুরুর আগে মোট তিনটি ক্যাটেগরিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় রেল।
সেগুলি হল নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি বা NTPC (গার্ড, ক্লার্ক ইত্যাদি), মিনিস্টিরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটেগরি বা MI (যেমন স্টেনো, শিক্ষক ইত্যাদি) এবং লেভেল ওয়ান (যেমন পয়েন্ট ম্যান, রেললাইন রক্ষণাবেক্ষণ ইত্যাদি)।