সর্বনাশ, একধাক্কায় তিনগুণ বাড়ল লোকাল ট্রেনের ভাড়া
নয়াদিল্লি: একদিকে গ্যাসের দাম পরপর বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। আর তাঁর মধ্যেই আবার বাড়ল টিকিটের দাম। একধাক্কায় প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বেড়ে দাঁড়ালো ৩০ টাকা। এমনকি এতদিন যে দূরত্বে ১০ টাকার টিকিট কাটলেই যাত্রীরা ভ্রমণ করতে পারতেন, এখন সেই টিকিট কিনতে হবে ৩০ টাকা দিয়ে।
আর এরফলে যাত্রীদের পকেটে যে, ভালোরকম টান পড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না বৈকি। গত মাসেই রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, অল্প দূরত্বে ট্রেনের টিকিটের দাম বাড়ানো হবে। এমনকি এই করোনা পরিস্তিতিতে মানুষ যাতে বিনা কারণে ট্রেনে না চড়ে সেই কারনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত রেল কর্তৃপক্ষের।
তবে, বেশিরভাগ মানুষেরই ধারণা এই কারণ দেখিয়ে টিকিটের দাম ও প্লাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি করা হলেও ভবিষ্যতে এর দাম কতটা কমবে সেই নিয়ে বেশ সন্দেহ থেকেই যাচ্ছে। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি থেকে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি এমনকি গ্যাসের দাম বৃদ্ধি যেভাবে চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে আর এবার এই টিকিটের দাম বৃদ্ধি পাওয়ার ফের চাপের মুখে মধ্যবিত্তরা।