ভোট গণনার দিনেই ব্যাপক ঝড়, শিলাবৃষ্টি উত্তর ২৪ পরগনায়
বারাসাত: একদিকে সবুজ ঝড়ে উড়ে যাচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে ভোট গণনার মধ্যেই দুপুরের পরে উত্তর ২৪ পরগনায় ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি। বারাসাত, গোবরডাঙা, মধ্যমগ্রাম সহ একাধিক এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়।
বেশ কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে শিলও পড়ে। চলতি মাসে এই প্রথম শিলাবৃষ্টি হল। যে প্রবল গরমে ব্যাপক দাবদাহ দেখা দিয়েছিল, এদিন বৃষ্টিতে তা থেকে কিছুটা রেহাই মিলল।
তবে ঝড়ের জেরে বেশ কিছু এলাকায় লোডশেডিং এর সমস্যা দেখা দিয়েছে বলে খবর। এমনিতে রবিবার তায় মানুষ বাড়িতে বসে ভোটের ফল দেখছেন, তাতে লোডশেডিং-এ বিপাকে অনেকে।
অন্যদিকে বৃষ্টির পরেও আকাশের মুখ গোমড়া। আরও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে উত্তর ২৪ পরগনায় গরম থেকে যে সকলে মুক্তি পেতে চলেছেন, তা বলাই যায়