কলকাতা: রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে।
বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। শুক্রবার সকাল থেকে আর বৃষ্টি হয়নি। রোদ ছিল না। মেঘে ঢাকা ছিল আকাশ। তবে বৃষ্টিও হয়নি তেমনভাবে। আগামী রবিবার বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ।
হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া এই নিম্নচাপের প্রভাবে ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ওড়িশা সংলগ্ন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা।
ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন বাংলার জেলাগুলিতেও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখাও দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।