Same date Same Time rain

Same date, Same Time Rain: সাত বছর আগে কলকাতায় এমনই বৃষ্টি হয়েছিল! অবাক সকলেই

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতা: আমাদের যে দিন গেছে, তা একাবারে যায়নি- ৩১ মে সকালে কলকাতায় বৃষ্টির অবস্থা দেখে একথাই বলতে হয়। সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা সহ দুই ২৪ পরগণা ও পার্শ্ববর্তী অঞ্চলে শুরু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে ভোর থেকেই।

কিন্তু সকলকে চমকে দিয়েছে একটি তথ্য। 2014 সালে এইদিনেই কলকাতায় এমন ভাবেই দিনভর বৃষ্টি হয়েছিল। এমনকি ভোরের দিকেই সেই বৃষ্টি হয়েছিল। ঘটনা যেন মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির নিজস্ব প্যাটার্নের কথা। (Same date, Same Time Rain)

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সেই তারিখটা ছিল 31 মে 2014। আজ 31 মে 2021 । অনেককিছুর বদল হয়েছে। তবে প্রকৃতি আছে তার মতোই।

May be an image of text that says 'WOK Weather of Kolkata is with May 31, 2014 Extraoridinary rains going to crash onto kolkata in next 10 mins.. this is gonna be dabgerous 31st may 2014 /// MAX (dBZ) 02:54 -May-2014 Kolkata 87° 57.3 89° 0.1 km 90° MNS dBZ 24°N 50.0km dBZ dBZ 21°N 150.0 km Clutter RDoppler sampling:4 200.0km 87°E km 0km m 1.000 Rainbow® Data'

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দিনভর এমনই থাকবে আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।

দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের (North Bengal) বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি বেশ কিছু এলাকায় বর্ষাকালে ধস নামে। করোনাকালে এবছর ধস মোকাবিলায় আগেভাগে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। (Same date, Same Time Rain)

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment