Weather Forecast
লড়াই ২৪ ডেস্ক: জোড়া নিম্নচাপের ফলায় বিদ্ধ বাংলা। ফলে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত। যার জেরে একেবারে জল থই থই অবস্থা। আবহাওয়া খারাপ থাকায় বন্ধ বিমান ওঠা-নামাও। গত শুক্রবার থেকেই রাজ্যে বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত। লাগাতর বৃষ্টি চলেছে বেশ কিছু জায়গায়। ফলত জল জমতে শুরু করেছে অনেক আগে থেকেই। সোমবার বিকাল থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসে। ফলত রাতভোর বৃষ্টি চলে। যার জেরে প্রায় বানভাসি হয়ে গেছে বললেই চলে শহরের নিচু এলাকা। তিলোত্তমার একাধিক রাজপথেও জল জমেছে এদিন। পাতিপুকুর, বেলগাছিয়া, ঠনঠনিয়া, বেনিয়াপুুকুর, আমহার্স্ট স্ট্রিট সহ একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। দমদমের রাস্তাতেও জল জমেছিল এদিন। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনায়। শেষ তিন ঘণ্টায় দমদমে ৯০, সল্টলেকে ৬৩, যোধপুর পার্কে ৩৬, ঠনঠনিয়ায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
Read more…………….Corona Case Update: কমলো করোনার দৈনিক সংক্রমণ, রেকর্ড টিকাকরণ
রাজ্যের উপকূলীয় এলাকাগুলিরও একই অবস্থা। জল জমে সর্বত্র। গ্রামবাংলার বহু জায়গায় উপচে পড়ছে পুকুর। খবর আসছে, জল ঢুকে গেছে বহু বাড়িতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন লালগড় এবং কাঁথিতে বৃষ্টির ঘনত্ব ছিল ১১ সেন্টিমিটার। কলাইকুন্ডায় বৃষ্টির ঘনত্ব ১০ সেন্টিমিটার। দিঘা, D.P ঘাট, ঝাড়গ্রামে বৃষ্টির ঘনত্ব ন’ সেন্টিমিটার। কংসাবতী বাঁধে বৃষ্টির ঘনত্ব সাত সেন্টিমিটার।