Read Time:44 Second
কলকাতা- অবশেষে গরম শেষ হয়ে বৃষ্টি আসছে রাজ্যে। মুক্তি মিলতে চলেচ ভ্যাপসা গরম, প্যাচপ্যাচে আবহাওয়া থেকে। খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ১১-১২ জুনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে পশ্চিমবঙ্গের কিছু অংশে। মনে করা হচ্ছে বঙ্গোপ্সাগরে সৃষ্ট নিম্নচাপই এই বৃষ্টির কারণ।
সিকিম, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করবে বর্ষা। তবে কোন কোন জেলায় বৃষ্টি হবে তা এখনই বলা যাচ্ছে না।