কলকাতা– রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এর জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
আগামী ২৬ জুন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তুমুল বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে। বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগণা, কলকাতা ও নদীয়া জেলাতেও।
পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হওয়া একটি নিম্নচাপ অক্ষরেখা ও উত্তর ওডিশায় সৃষ্ট হয়েছে ঘূর্ণাবর্ত। সেটি উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে জানা গিয়েছে। এর প্রভাবেই পূবালী হাওয়ায় প্রচুর জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে। এরফলেই বৃষ্টি ।