কলকাতা: প্রত্যেকবারেই রাখিতে থাকে নতুন কিছু বিশেষত্ব। এবারও তার ব্যতিক্রম হল না। করোনা আবহে এবার আসর মাতাতে মাস্ক রাখি।
অনেকে ভেবেছিলেন হয়তো করোনার জেরে বাতিলই বা বুঝি হয় রাখি উৎসব। কিন্তু তেমন হল না, রাখির দিন নেই লকডাউন। খুশি ভাই বোনেরা।
এবার রাখি উৎসবে হাজির রাখি মাস্ক। সরকারি নিয়মে মাস্ক পরা এখন বাধ্যতামূলক আর সেই কারণেই সেই মাক্স এর উপরেই তৈরি করা হচ্ছে রাখি।
এই মাক্স রাখি ভায়েরা এবার তুলে দেবে বোনেদের হাতে।যাতে তাদের প্রিয় বোনটি সুরক্ষিত থাকে করোনা আক্রান্ত পৃথিবীতে।