অযোধ্যা: রামমন্দির নিয়ে শনিবার একদফা বৈঠক করল রাম মন্দির ট্রাস্ট। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় রামমন্দিরের নকশায় বদল আনা হবে।
মন্দিরের প্রস্তাবিত মানচিত্র এবং উচ্চতাও পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে, রাম মন্দিরে ৩ টির পরিবর্তে ৫ টি গম্বুজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোর্টের সিদ্ধান্তের পরেও মন্দির নির্মাণ নিয়ে সন্দেহ ছিল, তবে শনিবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাবিত মডেল অনুসারে, ২.৭৫ লক্ষ ঘনমিটার জমিতে নির্মিত রাম মন্দিরটি দুই তলা হবে। এই মন্দিরটির দৈর্ঘ্য হবে ২৪০ ফুট ও চওড়ায় হবে ১৪০ ফুট। এটির উচ্চতা হতে চলেছে ১২৮ ফুট। ৩৩০ টি বিম ও দুটি তলা মিলিয়ে মোট ২১২ টি স্তম্ভ সমেত এই মন্দিরের দরজা থাকবে পাঁচটি।
২০১৯ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরি করার সিদ্ধান্ত জানায়। পাশাপাশি, মুসলিমদের পাঁচ একর জমি অন্যকোনও জমিতে দেওয়া হবে বলে জানানো হয়।