হিন্দু-মুসলিম শিল্পীরা মিলেই বিনামূল্যে তৈরি হল রাম মন্দিরের ঘণ্টা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

অযোধ্যা: যত কালো মন যেন সব তথাকথিত উপরতলায়। কারিগর চেনে শিল্প। দরিদ্র মিস্ত্রী যানে অভাব। সেখানে সব ধর্ম মিলে মিশে এক-খিদে।

রামমন্দিরের জন্য তৈরি ২১০০ কেজির ঘণ্টাও বয়ে নিয়ে চলেছে সর্বধর্ম সমন্বয়ের এক আদর্শ উদাহরণ। কারণ, এই ঘণ্টা তৈরি করেছেন দাউ দয়াল নামে এক শিল্পী। আর সেই ঘণ্টাটি ডিজাইন করেছেন এক মুসলিম শিল্পী, তাঁর নাম ইকবাল মিস্ত্রি। আর সেই ঘণ্টাটিই এবার অযোধ্যার রাম মন্দিরে শোভা পাবে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

মোট ২৫ জন হিন্দু মুসলিম কর্মী মিলে সময়ের মধ্যেই তৈরি করতে পেরেছেন ঘণ্টাটি। শুধু পিতল দিয়ে তৈরি নয় এই ঘণ্টাটি। অষ্টধাতু দিয়ে প্রস্তুত করা হয়েছে। স্বর্ণ, রৌপ্য, তামা, দস্তা, সীসা, টিন, লোহা এবং পারদ।

কিন্তু তাঁরা এই ঘণ্টা তৈরির জন্য একটা টাকাও নিচ্ছেন না। মনে করছেন, এই ঘণ্টা তাঁদের কাছে ঈশ্বরের এক আশীর্বাদের মতো, যা ইতিহাস হয়ে থাকবে। তাই অষ্টধাতুর তৈরি ঘণ্টা বিনামূল্যে তাঁরা দান করবেন রাম মন্দিরে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment