Ramakrishna Seva Mission Newtown
লড়াই ২৪ : নিউটাউনে রামকৃষ্ণ সেবা মিশনের রাঁধুনির রহস্যজনক আত্মহত্যার ঘটনায় শনিবার ওই মিশনেরই মহারাজ স্বামী হরিমায়া নন্দকে বারাসাত আদালতে হাজির করল টেকনোসিটি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩০৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করে টেকনোসিটি থানার পুলিস ।
সিজিএম আদালতে দু’পক্ষেরই বক্তব্য শোনার পরে বিচারপতি ধৃতের আইনজীবীদের জামিনের আবেদন খারিজ করে। ধৃত স্বামী হরিমায়া নন্দকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । আগামী ১১ ই ফেব্রুয়ারি পুনরায় আদালতে হাজির করা হবে ।
Ramakrishna Seva Mission Newtown