নদিয়া: ঠিক যেন সিনেমা! দিদি জলে ঝাঁপ দিয়েছিল আত্মহত্যা করার জন্য। তাই দিদিকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ভাই-এর। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার রানাঘাট থানার চূর্ণী ব্রিজ এলাকায়।
অভিযোগ, আনুলিয়ার বাসিন্দা এক গৃহবধূর সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া-অশান্তি হয় মঙ্গলবার। সেই কারণে বাড়ি থেকে বেরিয়ে যান ওই গৃহবধূ। তাঁর ভাই, ২৮ বছরের বিশ্বজিৎ রায় দিদির খোঁজ করতে গিয়ে দেখতে পান চূর্ণী ব্রীজ এলাকাতে রয়েছেন দিদি।
ভাইকে দেখেই নদীতে ঝাঁপ দেন ওই গৃহবধূ। এরপর তড়িঘড়ি ভাইও দিদিকে বাঁচাতে গিয়ে চূর্ণী নদীতে ঝাঁপ দেন আর সেই সময় নদীর গভীর জলে চলে যান ভাই।
স্থানীয় বাসিন্দারা সেই মুহূর্তে জলে নেমে ওই গৃহবধূকে সাঁতরিয়ে উদ্ধার করলেও ভাই বিশ্বজিৎকে আর বাঁচানো যায়নি।
খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ডুবুরি নিয়ে গিয়ে বিশ্বজিৎ-এর দেহ উদ্ধার করে। পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বুধবার বিকেলে তাঁর দেহ বাড়িতে পাঠানো হয়। দিদিকে বাঁচাতে গিয়ে ভাই-এর এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।