রণবীরের ‘যমজ’ জুনেইদ শাহের মৃত‍্যু, হৃদযন্ত্র বিকল হওয়ায় এই পরিনতি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

রণবীরের ‘যমজ’ জুনেইদ শাহের মৃত‍্যু, হৃদযন্ত্র বিকল হওয়ায় এই পরিনতি

কাশ্মীর: জুনেইদ শাহকে (junaid shah) মনে আছে? বলিউড অভিনেতা রণবীর কাপুরের (ranbir kapoor) সঙ্গে আশ্চর্যজনক মিল থাকায় রাতারাতি পরিচিতি পেয়ে গেছিলেন কাশ্মীরের এই মডেল। সম্প্রতি প্রয়াত হয়েছেন জুনেইদ শাহ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

কাশ্মীরের ইলাহি বাগে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেছেন তিনি। জানা গিয়েছে, হৃদযন্ত্র বিকল হয়েই মৃত‍্যু হয়েছে জুনেইদের।

কাশ্মীরের সাংবাদিক জামিল ইউসুফ জুনেইদের মৃত‍্যুর খবর জানান। নিজের টুইটার হ‍্যান্ডেলে তিনি লেখেন, রাতে তাঁর প্রতিবেশী নিসার আহমেদ শাহের ছেলে জুনেইদ হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। তাঁকে বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘যমজ’ বলা হত।

রণবীর কাপুরের মতো হুবহু দেখতে হওয়ায় সোশ‍্যাল মিডিয়ায় জুনেইদের অনুরাগীর সংখ‍্যাও ছিল প্রচুর। তিনি নিজেও রণবীরের স্টাইল ও হাবভাবের অনুকরণ করতেন। ছেলের মতো একই রকম দেখতে হওয়ায় রণবীরের বাবা ঋষি কাপুরও প্রশংসা করেছিলেন জুনেইদের।

রণবীর ও জুনেইদের একটি ফটো কোলাজ নিজের টুইটার হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন ঋষি কাপুর। ক‍্যাপশনে লিখেছিলেন, ‘আমার ছেলের একজন যমজ রয়েছে। বিশ্বাস হচ্ছে না।’

রিপোর্ট অনুযায়ী, ২০০৭ এ রণবীর যখন ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন তখন জুনেইদ কলেজে পড়তেন। এই ছবির পরেই রণবীরের সঙ্গে মিল থাকায় জুনেইদও পরিচিতি পেতে শুরু করেন। কাশ্মীর ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়েন জুনেইদ শাহ। এরপর মডেলিংয়ে পা রাখেন তিনি।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment