lorai 24: ফের রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা। আবারও দুর্ঘটনার কবলে পড়ল সেই তেল ভর্তি ট্যাঙ্কার। শুক্রবার রাত ১০ টার পর এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। ঘটনায় কোনও হতাহতের তথ্যও নেই। তবে রাঙাপানিতে শেষ দু’মাসে তিনটি ট্রেন দুর্ঘটনা একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে।
জানা গিয়েছে, খালি মালগাড়ি তেল লোড করতে গিয়েছিল। সেখান থেকে তেল নিয়ে ফেরার সময় কোম্পানির এলাকায় দুটি ট্যাঙ্কারের চাকা লাইনচ্যুত হয়। কোম্পানির এলাকায় এই ঘটনা হওয়ায় কোনও ট্রেন চলাচলে প্রভাব নেই।
দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেলওয়ে আধিকারিকরা। কী করে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন – অবিলম্বে রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত: মমতা
Rangapani Train Accident রাঙাপানি ট্রেন দুর্ঘটনা